AGOMONIR GAN-আগমনীর গান-LYRICS-লিরিক্স

Anupom Roy-One of the best singer.
(AGOMONIR GAN-আগমনীর গান-LYRICS-লিরিক্স)
Anupom Roy

AGOMONIR GAN-আগমনীর গান-LYRICS-লিরিক্স

বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই..

এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে..

আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন
জাগো জাগো উমা..

নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনিনি..

এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে..

আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে
জাগো শক্তি, জাগো স্বপ্ন
জাগো, জাগো উমা
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে
জাগো, জাগো উমা
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা..
Singer: Anupom Roy

Lyrics:Anupom Roy
(AGOMONIR GAN-আগমনীর গান-LYRICS-লিরিক্স)

Barie dao| বাড়িয়ে দাও by Anupam Roy

বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
কিভাবে কাঁচের দেয়াল,
যেন আটকে থেকে যায়
কখনো ফুরোয় কথায়।
অনেক সন্ধ্যাবেলায়,তোমার ক্লান্ত চুলের
হাত,
ছোঁয়াও আমার মাথায়।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।
মনের ভেতর ঘরে,
কিছু পাথর জমানো
ভাঙতে চাইছি যখন।
পাহাড় বরফ ঢেলে মুহূর্ত গলানো
হয়তো যাবে তখন।
এখন, কৃষ্ণচূড়ার আলো
আমাদের রাস্তা সাজানো
ও…ও….হো…হো…
তোমার পাশেই আমায় পাবে,
তোমার রক্তে বানানো,
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার আঙুল ধরতে চাই।
বাড়িয়ে দাও,তোমার হাত
আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই
বাড়িয়ে দাও,তোমার হাত
তোমার হাত।