BABA | বাবা LYRICS BY SUMON HAFIZ

শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
………………………
………………………
বছর বছর ধরে বাবা তুমি ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে বুকে গড় তুমি তিলে তিলে
পেরিয়ে সময় যখন কর্মজীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া এ অবদান তোমারি শুধু ।
তোমার চোখে ছিল শাসন-বারন ছিল পথচলা
হৃদয়েতে ছিল মায়ের স্মৃতির দুয়ার খোলা
তোমার নয়ন জুড়ে রাগ অনুরাগ কত ভালবাসা
হাজার ভাষায় ছিল অনেক না বলা কথা
দিন যায় রাত যায় তোমাকে ভাবি ।
আমি শিশু থেকে কিশোর ছেড়ে হারিয়ে তোমার স্নেহ
সেই যে আমি রয়ে গেলাম ব্যাস্ত শহরজীবন
বাবা তোমার দ্বারে খবর নিতে তাইতো ছুটি ঘরে
শৈশবের সেই ছোট্ট দুর গ্রাম পথে
দিন যায় রাত যায় তোমাকে ভাবি ।

BONDHU MANE | বন্ধু মানে LYRICS BY SUMON HAFIZ

শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
বন্ধু মানে গল্প-কথায় সুখ-দুখের আদান-প্রদান
বন্ধু মানে পরাজিত হৃদয়ে মান-অভিমান
বন্ধু মানে স্মৃতির জালে নিজেকে খুঁজে পাওয়া
স্বর্গীয় মাধুরীতে এ জীবন ছেয়ে রাখা
ওরে বন্ধু আমি ধন্য হোলাম জীবনের সঙ্গী পেলাম
ভেসে যাই একই ভেলাতে ।
মধ্যরাতে সকাল-দুপুর-সাঁঝে
তোরাই আমার রয়েছিস পাশে
মধুর কথায় হাসাহাসি
হাতের খাবার হয় ভাগাভাগি
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।
আমার দুখে কিবা সুখোচ্ছাসে
বন্ধু ছিলি আজো আছিস পাশে
আশার আলো তোরাই দেখাস
পৃথিবীকে আপন যত্নে সাজাস
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।