Bristi rate | বৃষ্টি রাতে lyrics by bajpeye

বৃষ্টি রাতে গানের মাটি ভেসে,
চাঁদ চলেছে অনেক দূর দেশে,
থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে
জমাট বাধা পুরনো সুর বাজে!
চোখ জোড়ানো স্বপ্ন মেলে ডানা,
অনেক কথা জেনেও হয়না জানা!
সময় শুধু মোমের মত পোড়ে ,
ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে!
হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়া গানে,
এমন রাতে ডাকিস যদি তুই,
খানিক দুরে চাঁদ হাসে যেখানে,
পুরনো সুর দুহাত ভরে ছুঁই!