Tomarei Koriyachi Jibonero Dhrubotara | তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। (২)
যেথা আমি যাই নাকো
তুমি প্রকাশিত থাকো (২)
আকুল নয়নজলে
ঢালো গো কিরণধারা…
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।
তব মুখ সদা মনে ,জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা।
কখনো বিপথে যদি,
ভ্রমিতে চাহে এ হৃদি (২)
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা।
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।

Shedin Dujone Dulechinu Bone | সেদিন দুজনে দুলেছিনু বনে

সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা (২)
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে
যেন জাগে মনে, ভুলো না।
ভুলো না, ভুলো না…
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা (২)
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারই মনের প্রলাপ জড়ানো (২)
আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা
ভুলো না, ভুলো না, ভুলো না…
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা (২)
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে।
চাঁদ উঠেছিল গগনে… (২)
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার (২)
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
ভুলো না, ভুলো না, ভুলো না…
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা (২)

Fagun Haoyay Haoyay | ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান. by Rabindra nath Tagore …

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রান
আমার বাধন ছেঁড়া প্রান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
তোমার অসুখে কিংশুকে,
অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে,(২)
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান।(২)
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
পুর্নিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়
রুপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়।(২)
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধচোখে
রঙ্গীন স্বপন মাখা, (২)
তোমার চাঁদের আলো
মিলায় আমার দুঃখ সুখের
সকল অবসান। (২)
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান।
আমার আপন হারা প্রান
আমার বাধন ছেঁড়া প্রান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। (২)

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ | Mor sondhay tumi sundor lyrics

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায় করি গো নমস্কার।
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তোমায় করি গো নমস্কার।
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায় করি গো নমস্কার।
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার।
এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে
তোমায় করি গো নমস্কার।
এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তোমায় করি গো নমস্কার।
এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায় করি গো নমস্কার।
এই গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে
তোমায় করি গো নমস্কার।

নিশিথ রাতের বাদল ধারা

আমার নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের
দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
ওগো অন্ধকারের অন্তরধন, দাও
ঢেকে মোর পরান মন
আমি চাইনে , আমি চাইনে
আমি চাইনে তপন চাইনে ধারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল
সুরে ডুবে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল
সুরে ডুবে
দিও গো, দিও গো, আমার চোখের
জলে দিও সাড়া
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের
দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা

নিশিথ রাতের বাদল ধারা

আমার নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের
দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
ওগো অন্ধকারের অন্তরধন, দাও
ঢেকে মোর পরান মন
আমি চাইনে , আমি চাইনে
আমি চাইনে তপন চাইনে ধারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিও গো, নিও গো
আমার ঘুম নিও গো হরন করে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল
সুরে ডুবে
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল
সুরে ডুবে
দিও গো, দিও গো, আমার চোখের
জলে দিও সাড়া
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা
এসো হে গোপনে, আমার স্বপ্ন লোকের
দিশাহারা
নিশিথ রাতের বাদল ধারা
আমার নিশিথ রাতের বাদল ধারা