Tomai dilam vubon dangar hasi|তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি Lyrics|by Topu

সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের, টিনের চালের বৃষ্টি রাশি,
আর দিলেম রৌদ্রধোয়া, সবুজ ছোঁওয়া পাতার বাঁশি,
মুখে বললাম না, বললাম না ভালবাসি।
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
হারাব হৃদয় টানে, ভালবাসার একটু মানে,
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগেই মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবেই দুচোখ বুজি,
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার,কোথায় আমি ভাসি।।
তোমাকেই,তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।।
সোনার মেয়ে, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
Singer: Topu
Lyrics: Prince Mahmood

একটা গোপন কথা

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলনা আবার
মুখে ভালবাসি না বলে মনেতে
প্রেম নিয়ে চলে আছে অনেকে
এতদিন ছিল সাধারণ
তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
ভেবেছি তা এইবার যা কিছু হবে হবার মুখ তবু করে ¯ী^কার
পরাজয় মেনে নিয়ে, সবকিছু ভুলে গিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভাল আছি এই বেশ
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই
জানিনা কোথায় পাব তোমায়
একবার এসেই দেখ আমায়
প্রতিদিন এ গলি ও গলিতে ঘুরে কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাঁকা করে চুল বাঁধে প্রেম করে দেখ
ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গান টাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখনও বুঝিনি যে তা এটা ছিল যে সূচনা
আছে বাঁকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নিলীমায়
তোমাকেই আজ খুঁজতে চাই..