Tomar Ghore Bash Kore কারায় | তোমার ঘরে বাস করে কারায় by Anushah Anadil | আনুশেহ আনাদিল

তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
এক জনে ছবি আঁকে এক মনে (ও… মন)
আরেক জনে বসে বসে রং মাখে (২)
ও আবার সেই ছবিখান নষ্ট করে
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
এক জনে সুর তোলে এক তারে (ও… মন)
আরেক জন মন্দিরাতে তাল তোলে (২)
ও আবার বেসুরো সুর ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমর ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা।
রস খাইয়া হইয়া মাতাল, ঐ দেখো
হাত ফসকে যায় ঘোড়ার লাগাম (২)
সেই লাগাম খানা ধরে দেখো
কোন জনা, কোন জনা
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
তোমার ঘরে বাস করে কারায়
ও মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা
মন জান না
তোমার ঘরে বসত করে কয় জনা।
কথাঃ জাহিদ আহমেদ
কন্ঠঃ আনুশেহ আনাদিল
ব্যান্ডঃ কিংকর্তব্যবিমূঢ়
অ্যালবামঃ কিংকর্তব্যবিমূঢ়

Ghate Lagaiya Dinga Pan Khaiya Jao | ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও (original song by Shachin Dev Barman | শচীন দেব বর্মণ) (covered by Anushah Anadil | আনুশেহ আনাদিল)

ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায় (২)
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়
ও…ও বাঁশী
বানের টানে টানে
আইসো আমার পাণে
মধু লাগাইও মনে
মজিও পানের গুণে আসিও… (২)
আমার রঙ্গে পানের রঙ্গে রাঙ্গা হইও
রাঙ্গা হইও বাঁশী
আল্লাহ’র দোহায়…
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়…
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
ও…ও বাঁশী
ঘাটে আসিও
পিড়ি পেতে দেব
পাশে বসাব
মুখেতে পান দেব, দেব রে (২)
অন্যের হাতের পান ছাইড়া
আমার হাতের পান খাইয়ো
আল্লাহ’র দোহায়…
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়।
ও…ও বাঁশী
নাহি পান পানি
দিনের পাখানি আছে
জগতে জানি
আসিও গুল মনি আসিও (২)
কোন রসেতে ডুইবা তুমি দিনের অধিকারী
দিনের অধিকারী হইও
আল্লাহ’র দোহায়…
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
বাঁশী আল্লাহ’র দোহায়
এই পরানের বিনিময় তোমার পরান দিও বাঁশী
আল্লাহ’র দোহায়
ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও
আল্লাহ’র দোহায়