Dilo na Dilo na-দিলোনা দিলোনা-LYRICS-লিরিক্স

Bangla Song Lyrics-SHAH ALAM SHARKAR
SHAH ALAM SHARKAR

দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(।।)


হয় না যে তার তুলনা ।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
চুল কালো আঁখি কালো…কাজল কালো আরো…
কাজলের চেয়ে কালোকি বলতে কি কেউ পারো।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো।।)


হয়না যে তার তুলনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।
বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল…
কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল।(।।)


আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,
কাশফুলের চেয়েও সাদা…………
আমার ভাইকে বলোনা।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (।।)
বৃক্ষ সবুজ ,তৃন সবুজ, সবুজ টিয়া পাখি(।।)
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি।
আমি যারে ভালো বাসি, টিয়ার চেয়েও সবুজ বেশি……(।।)


বন্ধু রঙের বাসনা………
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না ।
রক্ত রাঙ্গা , গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা……
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
রক্ত রাঙ্গা , গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা……
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
শাহ আলম সরকার কয় , আলতার চেয়েও রাঙা হয়।(।।)


সোনা বন্ধুর ঠোঁট খানা।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না ।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(।।)
হয় না যে তার তুলনা ।
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (।।)

Asi bole gelo bondhu | আসি বলে গেল বন্ধু আইলো না lyrics

আসি বলে গেল বন্ধু আইলো না
যাইবার কালে সোনা বন্ধ
নয়ন তুলে চাইলো না
আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম
বন্ধু এসে খাইলো না
সুজন বন্ধুরে ছাইড়া
মনে বড় ব্যথা পাইয়া
আমি শুধু তার গান
সে আমার গান গাইলো না
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবো মরে
আসে যদি মরণের পরে
আমারে তো পাইলো না
—————

Ei minoti kori tomay | এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না lyrics

এই মিনতি করি তোমায়
ছেড়ে যাইও না
আমি তো জানি রে বন্ধু
তুমি আপনা
আমি তোমায় ভালোবাসি
মন্দ বলে পাড়াপড়শি
বলে বলুক যার যা খুশি
আমি শুনবো না
ছাড়িয়া সকলের আশা
করেছি তোমার ভরসা
মিটাও আমার প্রেম-পিপাসা
নিরাশ করিও না
তোমায় না পাইলে যৌবনে
কী কাজ আমার কুল -মানে
তুমি বিনে পাগল মনে
আর কিছু চায় না
প্রাণ বন্ধু তোমারে পাইলে
বলে শাহ নূর জালালে
ইহকাল আর পরকালে…
কিসের ভাবনা…

Doayal| দয়াল lyrics

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান
যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতোন উড়াইলা আমার প্রাণ
তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান…

Colo na hoi udasi| চলো না হই উদাসি lyrics

আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি
বন্ধুর ও বাড়ির জালালী কবুতর
আমার ও বাড়ি আসে রে(২)
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
কত বুট মুশুরী ছিটাইয়া খাওয়াইলাম
খায় আর, খায় আর, খায় আর বাক বাকুম
করে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি
চলো না হই উদাসি
আঙ্গুল ও কাটিয়া কলম ও বানাইলাম,
নয়নের জল করলাম কালি রে(২)
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
হৃদয় ও চিড়িয়া লিখন ও লিখিয়া,
পাঠাইলাম,পাঠাইলাম,পাঠাইলাম সোনা বন্ধুর
নামে লো কিশোরী।
চলো না হই উদাসি
আমার মন ও নাচায়
এ ঘর বাঁধিলো কিশোরী
প্রান ও না চায় এ ঘর বাঁধিলো কিশোরী
চলো না হই উদাসি(২)
চলো না হই উদাসি…

পরিচয়

দেহের ভিতর রাখলাম যারে, সে আমার থাকল না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয় ?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
কথায় কথায় মনের ছায়া, মিথ্যে আশায় দিচ্ছে মায়া
অবাক আলোয় বনের পাখি, মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে, এমন কি আর হয়
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়।
লালন বলে খাঁচার কি দোষ, দুয়ার থাকলে খোলা
মনের দুয়ার বন্ধ হলে, সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি আর রয় ?
আট কুঠুরি নয় দরজা, সে তো খোলার নয় ……
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়।