SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS

MUJIB PORDESHI-SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS
MUJIB PORDESHI

SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে
ঘুণে করলো জড়ো ও জড়, হায় মনরে
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে
ঘুণে করলো জড়ো ও জড়..

আমি কি করে বাস করিব এই ঘরে রে হায়রে
তুই সে আমার মন..

মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..

তিন তক্তার এই নৌকা খানি ও মনরে
গাঙে গাঙে চুয়ায় পানি হায় মনরে
তিন তক্তার এই নৌকা খানি ও মনরে
গাঙে গাঙে চুয়ায় পানি..

আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে হায়রে
তুই সে আমার মন..
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..

নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে
স্বপ্ন দেইখা রইলি ভুলে হায় মনরে
নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে
স্বপ্ন দেইখা রাইলি ভুলে..

আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন..
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..

তুই সে আমার মন
তুই সে আমার মন..

SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS

LYRICIST: MUJIB PORDESHI

KEMONE VHULIBO AMI-কেমনে ভুলিবো আমি-LYRICS

SHAH ABDUL KARIM-KEMONE VHULIBO AMI-কেমনে ভুলিবো আমি-LYRICS
SHAH ABDUL KARIM

KEMONE VHULIBO AMI-কেমনে ভুলিবো আমি-LYRICS

কেমনে ভুলিবো আমি কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা..


না আসিলে কালো ভ্রমর.. কে হবে যৌবনের দোসর
না আসিলে কালো ভ্রমর.. কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর,
সে বিনে মোর শুন্য বাসর,
আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা..

কূলমানের আশা ছেড়ে… মন প্রান দিয়াছি যারে
কূলমানের আশা ছেড়ে… মন প্রান দিয়াছি যারে
এখন সে কাঁদায়া আমারে,এখন সে কাঁদায়া
আমারে একি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা..


আসার পথে চেয়ে থাকি….যারে পাইলে হবো সুখি
আসার পথে চেয়ে থাকি….যারে পাইলে হবো সুখি
এ করিমের মরণ বাতি
এ করিমের মরণ বাতি
হইলো না অঝোরধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিবো আমি কেমনে ভুলিবো আমি
বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা..

KEMONE VHULIBO AMI-কেমনে ভুলিবো আমি-LYRICS
LYRICIST: SHAH ABDUL KARIM

AMAR SONA BONDHURE-আমার সোনা বন্ধুরে-লিরিক্স

Mujib Pordeshi-AMAR SONA BONDHURE-আমার সোনা বন্ধুরে-লিরিক্স-LYRICS
Mujib Pordeshi

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরিরে..

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
দিনে রাইতে তোমায় আমি
দিনে রাইতে তোমায় আমি খুঁইজা মরিরে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে..প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে..

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
সোনার জীবন অঙ্গার হইব
সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে..


ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
ভুলতে পার বন্ধু তুমি, আমি ভুলি নাই
মরণকালে যেন বন্ধু, একবার তোমায় পাই।
পরকালে যেন বন্ধু, একবার তোমায় পাই ।
যদি না পাই সেকালে প্রেম যাইবে বিফলে
যদি না পাই সেকালে, প্রেম যাইবে বিফলে
তখন কিন্তু বলব আমি
তখন কিন্তু বলব আমি
প্রেম কিছুই নারে..

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে

আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে


প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে
ভুলিবেনা মোরে, এই জীবন গেলে..

যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
সোনার জীবন অঙ্গার হইব
সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে
আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে..

LYRICIST: MUJIB PORDESHI

হেঁইয়ো হো হো হেঁইয়ো-Bangla Song Lyrics-লিরিক্স

Bangla Song Lyrics-হেঁইয়ো হো হো হেঁইয়ো-Bangla Song Lyrics-লিরিক্স

হেঁইয়ো হো হো হেঁইয়ো
ও মাঝি ভাই ও
বাইয়ো রে নাও বাইয়ো

খর নদীর ওপারে
স্বপ্নের দেশে যাইয়ো
হেই রে আকশে আসে বাদল বড় ভারি
হেই ঢেউ-এর তালে তুফান মাতে মরণ মহামারী

হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে

কে বেঁধেছে মায়ার ঘর ভুলের বালুচরে
নিবেছে কার আশার প্রদীপ কুসুম গেছে ঝরে
আ রে
তোলো ছেঁড়া পালে জয়ের পতাকা
আশার রঙে আঁকা
হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে

মহাকালের খরস্রোতে আশার তরী ভাসে
জীবন নেয়ে ধর না হাল মরণ যদি আসে
আ রে
এবার ভাঙা প্রদীপ শপথ শিখায় জ্বালো
আনো আরো আলো

হেঁইয়ো হো বল্ মা ভৈ যাবৈ খর নদীর পারে