
SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..
তিন তক্তার এই নৌকা খানি ও মনরে
গাঙে গাঙে চুয়ায় পানি হায় মনরে
তিন তক্তার এই নৌকা খানি ও মনরে
গাঙে গাঙে চুয়ায় পানি..
আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে হায়রে
তুই সে আমার মন..
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..
নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে
স্বপ্ন দেইখা রইলি ভুলে হায় মনরে
নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে
স্বপ্ন দেইখা রাইলি ভুলে..
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন..
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন..
তুই সে আমার মন
তুই সে আমার মন..
SONA DIA BANDHAIYACHI-সোনা দিয়া বান্ধাইয়াছি-LYRICS
LYRICIST: MUJIB PORDESHI