Ami opar hoye-আমি অপার হয়ে-lyrics

Ami opar hoye-আমি অপার হয়ে-lyrics-LALON
LALON

আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময়,
পারে লয়ে যাও আমায়..


আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে-
(আমি) তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়..


নাই আমার ভজন-সাধন
চিরদিন কুপথে গমন-
নাম শুনেছি পতিত-পাবন
তাইতে দিই দোহাই..


অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি-
লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়..

Jat gelo Jat-জাত গেল জাত-Lyrics

Jat gelo Jat-জাত গেল জাত-Lyrics-LALON
LALON

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবি দেখি তা না-না-না..


আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে,
কি জাত হবা যাবার কালে
সে কথা ভেবে বল না..


ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
এক জলেই সব হয় গো শুচি,
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাকেও ছাড়বে না..


গোপনে যে বেশ্যার ভাত খায়,
তাতে ধর্মের কি ক্ষতি হয়.
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম তো গেল না..

HASON RAJAY KOY-হাছন রাজায় কয়-LYRICS

HASON RAJAY KOY-হাছন রাজায় কয়-LYRICS-HASON RAJAY
HASON RAJAY

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়

প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়

তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

Loke bole-লোকে বলে-LYRICS

Loke bole-লোকে বলে-LYRICS-HASON RAJA
HASON RAJA

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার..

ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর.
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার..

এ ভাবিয়া হাসন রাজায়
ঘর-দুয়ার না বান্ধে.
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে..

জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন.
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন..

Sona bonde-সোনা বন্ধে-Lyrics

Sona bonde-সোনা বন্ধে-Lyrics-HASON RAJA
HASON RAJA

সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল.
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল..

কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা ..

রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা..

হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা..

মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি..

Ami jaimu-আমি যাইমু-Lyrics

Ami jaimu-আমি যাইমু-Lyrics-HASON RAJA
HASON RAJA

আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে
হাছন রাজা আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে .

আল্লাহ রূপ দেইখা হাছন হইয়াছে ফানা ,
নাচিয়া নাচিয়া হাছন গাইতে আছে গানা .

আল্লাহ রূপ আল্লাহ রং আল্লাহ র ছবি ..
নূরের বদন আল্লাহর কি কব তার খুবি .
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে

হাছন রাজা দিলের চোখে আল্লাহ রে দেখিয়া ..
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতাল হইয়া .
আমি যাইমু ও যাইমু আল্লাহর সঙ্গে..